বাফুফে ফেসবুক পেজ হ্যাকার মুক্ত হতে সময় লাগবে

৯ ডিসেম্বর, ২০২৪ ১০:৪১  

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পাশাপাশি চলতি বছরের শুরুর দিকে বাংলাদেশ জাতীয় ফুটবল দল নামে একটি অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে। গত কয়েক মাস ধরে সেই পেজটিতে জাতীয় দল সংক্রান্ত বিষয়াদি প্রকাশ করত বাফুফে। সেখানে নারী ও পুরুষ ফুটবল দলের সব খবর এখানে আপডেট দিতো। ফলে অল্প দিনেই পেজটির ফলোয়ার সংখ্যা দাঁড়িয়েছিল লাখের কাছাকাছি। সেই পেজটি হ্যাকিংয়ের শিকার হয় শনিবার।

দুই দিন পেরিয়ে গেলেও নিজেদের এই ফেসবুক পেজ হ্যাকারদের দখলমুক্ত করতে পারেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। পেজটি ফেরিফায়েড না হওয়ায় এটি ফিরে পেতে আরও সময় লাগবে বলে জানা গেছে।

এ নিয়ে বাফুফের মিডিয়া ম্যানেজার সাদমান সাকিব জানান, ৭৮ হাজার অনুসারী সংখ্যার পেজটি ফেরিভাইড না হলেও এই এটা জাতীয় ফুটবল দলেরই পেজ। এটা ফুটবল দলের পেজ, এর বাইরে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নামে একটি পেজ আছে, যেটা ভেরিফাইড।

তিনি বলেছেন, শনিবার দিবাগত রাত থেকে আমরা দেখছি বাংলাদেশ ফুটবল দলের অফিসিয়াল যে ফেসবুক পেজ তাতে অপ্রত্যাশিত কিছু ভিডিও আপলোড হচ্ছে। সেটা দেখার পর আমরা বুঝতে পারি পেজটি হ্যাকড হয়েছে। কাল রাত থেকেই আমরা ফেসবুকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি, তাদের সপোর্টি টিমের সাথে কথা বলেছি। বেশ কিছু প্রক্রিয়া আছে, যেহেতু পেজটি ভেরিফাইড হয়নি, যে কারণে পেজটি ফিরিয়ে আনতে একটু সময় লাগছে। কিন্তু আমরা আশাবাদী যে, পেজটি রিকভার করতে পারব। এবং রিকভার করার জন্য ফুটবল ফেডারেশন সব কিছুই করছে।

রবিবার দুপুরে বাফুফে মিডিয়া বিভাগ হ্যাকিংয়ের বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেয়। পেজটি ফিরে পেতে বাফুফে কাজ করছে এবং সাময়িক অসুবিধার জন্য ফেডারেশনের পক্ষ থেকে দুঃখপ্রকাশ করা হয়।

কয়েক বছর আগে বাফুফের অফিসিয়াল ওয়েবসাইট হ্যাকের শিকার হয়েছিল। এবার জাতীয় ফুটবল দলের ফেসবুক পেজ হ্যাকিংয়ের শিকার হলো। এতে বাফুফের আইটি নিরাপত্তার দুর্বলতা প্রকাশ পাচ্ছে বারবার।